‘ইন্ডাস্ট্রির কাউকে বাদ রাখেনি’, প্রেম নিয়ে অভিনেতাকে খোঁচা নোরার | Latest News

‘ইন্ডাস্ট্রির কাউকে বাদ রাখেনি’, প্রেম নিয়ে অভিনেতাকে খোঁচা নোরার | Latest News


সদ্যই অনুষ্ঠিত হয়েছে পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে যেন তারাদের হাট বসেছিল। আর সেখানেই বলি অভিনেতা কার্তিক আরিয়ান আর নোরা ফাতেহির মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল, যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

কিন্তু কী এমন হল এই দুই তারকার মাঝে। আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কার্তিক আরিয়ানের একাধিক সম্পর্কের জল্পনার প্রসঙ্গ টেনে আনেন নোরা ফাতেহি; সঙ্গে খোঁচাও দেন।

তাদের দুজনের খুনসুটির এক পর্যায়ে কার্তিক বলেন, নোরা কারো সঙ্গেই লন্ডন যাবেন না, তার ট্রিপ স্পনসর্ড। করণ নোরার সম্পর্কের ব্যাপারে জানতে চান। নোরা জানান তিনি সিঙ্গেল। 

নোরা নিজের সম্পর্কের কথা এড়িয়ে গেলেও কার্তিককে ছাড়েননি। তিনি কার্তিককে জিজ্ঞাসা করেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন কেউ আছে নাকি যাকে তুমি ডেট করোনি?’ এটা শুনে করণ ও বাকিরা কার্তিকের দিকে তাকিয়ে হাসতে থাকেন। কার্তিক বলেন, ‘আরে ও তো শুধু প্রশ্ন করছে।’


Post a Comment

নবীনতর পূর্বতন