সুখবর দিলেন মেয়ে-জামাই, যা বললেন অভিনেতা | Latest News

সুখবর দিলেন মেয়ে-জামাই, যা বললেন অভিনেতা | Latest News


বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। এদিকে বাবা হয়ে উচ্ছ্বসিত জামাই কেএল রাহুল। সংসারে নতুন অতিথির আগমনের এই সুখবর নিজেরাই জানালেন তারকা দম্পতি।

এ খবরের পর মেয়ে-জামাইয়ের পোস্ট শেয়ার করে একটি ইমোজি দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সুনীল। আথিয়ার ভাই আহানও ইমোজিতে মামা হওয়ার আনন্দ ফুটিয়ে তুলেছেন। ইন্ডাস্ট্রির বহু সেলিব্রিটি ও বন্ধুরাও দম্পতিকে ভালোবাসায় ভরিয়েছেন। অভিনেতা বিক্রান্ত ম্যাসি লিখেছেন, ‘ঈশ্বর তোমাদের পরিবারকে আশীর্বাদে ভরিয়ে দিক।’

দিন কয়েক আগে সুনীল শেঠির রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বলেছিলেন, তিনি পরবর্তী সিজনে তার নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে আসবেন। বলা যায়, এবার সেই ইচ্ছে পূরণের পথে অভিনেতার।

 শুধু তাই নয়, আথিয়ার অন্তঃসত্ত্বাকালিন অবস্থার কথা উল্লেখ করে সুনীল বলেন, ‘এই সময়টা প্রতিটি মেয়ের জীবনেই খুব সুন্দর। আমার মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা নয়।’ এমনকি আথিয়াকে সুন্দরী বলেও উল্লেখ করেছেন অভিনেতা।

২০২৩ সালের জানুয়ারিতে সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে বিয়ে হয় আথিয়া শেঠি এবং কেএল রাহুলের। ২০২৪ সালের নভেম্বরে গর্ভাবস্থার কথা ঘোষণা করেন। দিনকয়েক আগে দম্পতি তাদের গর্ভাবস্থার ফটোশুটের বেশ কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন