অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে জ্যান্ত মাছ নিয়ে হাজির অভিনেত্রী | Latest News

অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে জ্যান্ত মাছ নিয়ে হাজির অভিনেত্রী | Latest News


দুই দিন ধরে কলকাতা শহরে অনুষ্ঠিত হল এক জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যেখানে হাজির ছিলেন টলিপাড়ার প্রথম সারির তারকারা। এভারগ্রীন বিউটি অভিনেত্রী মনামী ঘোষও হাজির ছিলেন দুইদিনই। 

এমনিতেই তার স্টাইল স্টেটমেন্ট যে কোনও অনুষ্ঠানেই আলোচনার বিষয়। এবারেও ঘটল একই ঘটনা। অনুষ্ঠানে বার্বি লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। গ্লাস পনি টেল, আর সাদা জামায় তাকে দেখাচ্ছিলই বেশ। 

এই অবধি সবকিছু ঠিকই ছিল, কিন্তু হাতে কী? কাচ দিয়ে তৈরি ব্যাগ, আর তাতে আস্ত এক 'বেটা' প্রজাতির মাছ ঘুরে বেড়াচ্ছে! হ্যাঁ, জ্যান্ত মাছ নিয়েই অনুষ্ঠানে এসেছিলেন মনামী।  

কেন মাছ নিয়ে অনুষ্ঠানের মঞ্চে হাজির হলেন অভিনেত্রী? তার কথায়, ‘এই ফ্যাশনের নেপথ্যে কারণ আছে। যে জামাটি পরেছিলাম তা আদপে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক। এটাই বলতে চেয়েছি সমুদ্রে বর্জ্য ফেলার চাইতে তা পুনর্ব্যবহার করে সমুদ্রকে আমরা দূষণ মুক্ত রাখতে পারি। পরিবেশের সমতা বজায় রাখতে পারি।’

অভিনেত্রীর  এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। এভাবেও যে বার্তা দেওয়া যায় তা কার্যত করে দেখালেন মনামী। 

দ্বিতীয় দিনেও চমকে দিয়েছিলেন তিনি। দড়ির জামা পরেছিলেন অভিনেত্রী। সেই জামার ওজন ৪৫ কেজি। তার নিজের ওজনও একই। যদিও হাইহিল আর ভারি জামা পরেও এক মুহূর্তের জন্যও তাকে অস্বাচ্ছন্দ্যকর বলে মনে হয়নি। 

বয়স ৪০ পেরোলেও আজও মনামীর মধ্যে তরুণীর উচ্ছ্বাস। মুখে চোখেও ষোড়শীর আভা। যা দেখে ভক্তরাও প্রশংসা করতে ভুল করেন না। 

Post a Comment

أحدث أقدم