আমলনামা’ নিয়ে বিতর্ক, মামলার হুঁশিয়ারি: মুখ খুললেন রাফী | Latest News

আমলনামা’ নিয়ে বিতর্ক, মামলার হুঁশিয়ারি: মুখ খুললেন রাফী | Latest News

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘আমলনামা’। গত ১৩ মার্চ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি। এরপরই ওয়েব ফিল্মটি কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক। 

যেখানে দাবি করা হচ্ছে, আমলনামা ওয়েব ফিল্মটি কক্সবাজারে র‌্যাবের হাতে ক্রসফায়ারের শিকার হওয়া আলোচিত একরামুল হকের ওপর নির্মিত। যেখানে একরামুল হককে মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত করার অভিযোগ উঠেছে নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে। 

বিষয়টি নিয়ে এই নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন নিহত একরামুলের স্ত্রী আয়েশা বেগম। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুধু তাই নয় এক ফেসবুক স্ট্যাটাসে আয়েশা বেগম লিখেছেন, রায়হান রাফী যদি বলে- এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলবো ‘এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই’ এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।

একরামুলের স্ত্রীর সেই স্ট্যাটাসের পর ‘আমলনামা’ নিয়ে মুখ খুলেছেন পরিচালক রায়হান রাফী। তিনি দাবি করেছেন, এই ওয়েব ফিল্ম কোনো নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে নয়। 

রোববার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্টাটাসে রাফী লিখেছেন, “আমলনামা” কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নয়। এটি সকল বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। 

রাফী আরও দাবি করেন, “আমলনামা” অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই সিনেমা।

‘আমলনামা’ সিনেমার সুবাদে অনেকদিন পর ওটিটিতে ফিরেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তার সহশিল্পী হিসেবে রয়েছেন গাজী রাকায়েত, তমা মির্জা, সারিকা সাবরিনের পাশাপাশি আছেন কবি, গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামু।

এছাড়াও গীতশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যা অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে।

Post a Comment

Previous Post Next Post