ভক্তের শখ পূরণ করলেন শ্রেয়া ঘোষাল, গেলেন ডিনার ডেটে! | Latest News

ভক্তের শখ পূরণ করলেন শ্রেয়া ঘোষাল, গেলেন ডিনার ডেটে! | Latest News


ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তার গান থেকে আচরণ, সব দিয়েই মুগ্ধ করেছেন সকলকে। এবার এই শিল্পী যা করলেন সেটা দেখে রীতিমত অভিভূত তার অনুরাগীরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মুহূর্ত ভাগ করে নেন শ্রেয়া ঘোষাল। সেখানে দেখা যাচ্ছে গায়িকা তার এক নারী অনুরাগীর সঙ্গে দেখা করছেন। সেই অনুরাগী গাড়িতে যেতে যেতে বলছেন- তিনি সবসময় চেয়েছেন রাজস্থানে বেড়ে ওঠা শ্রেয়াকে নিয়ে এই রেস্তোরাঁয় খেতে যেতে, যেখানে তিনি ছোটবেলার সেই চেনা স্বাদগুলো ফিরে পান।

এদিন একটি ভিডিও শেয়ার করে শ্রেয়া লেখেন, 'একটা সারপ্রাইজ ফ্যান মিট করলাম। আর জয়পুরের সেই দুর্দান্ত স্বাদ পেলাম। ধন্যবাদ কণিকা, আমাদের শ্রেয়া ঘোষাল ট্রাইবের অন্যতম ভক্ত।'

শ্রেয়া আরও লেখেন, 'তুমি আমাদের একটা দুর্দান্ত অথেনটিক জায়গায় নিয়ে গেছ আর দারুণ সব আইটেম অর্ডার করেছিলে। আমি নস্টালজিক হয়ে পড়েছিলাম ডাল বাটি চুরমার খেয়েই। আসলে স্বাদ অনেক কিছু মনে করিয়ে দেয়।'

Post a Comment

Previous Post Next Post