চাহালের সঙ্গে বিচ্ছেদের পর ধনশ্রীর পোস্টে প্রতারণার ইঙ্গিত | Latest News

চাহালের সঙ্গে বিচ্ছেদের পর ধনশ্রীর পোস্টে প্রতারণার ইঙ্গিত | Latest News


ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও নৃত্য পরিচালক ধনশ্রী ভার্মার দাম্পত্য জীবনের অবসান ঘটল। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করা হয়। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন, এবার পুরোপুরিভাবে আলাদা হলেন।

বিচ্ছেদের পরপরই ধনশ্রী ইনস্টাগ্রামে একটি মিউজিক ভিডিও শেয়ার করেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। গানের লিরিক্স ও দৃশ্যে স্পষ্টভাবে উঠে এসেছে টক্সিক সম্পর্ক, প্রতারণা ও মানসিক কষ্টের ইঙ্গিত। 

সেই গানে বলা হয়েছে—'প্রিয়জনকে অন্য কারও বিছানায় দেখে ফেলেছি, শরীর-মন জুড়ে ক্ষত দেখেছি।' স্বাভাবিকভাবেই অনেকে মনে করছেন, এটি ধনশ্রীর পক্ষ থেকে চাহালকে উদ্দেশ্য করেই একটি বার্তা।

অন্যদিকে, বিচ্ছেদের দিন চাহালকে দেখা যায় একটি ইঙ্গিতপূর্ণ টি-শার্ট পরে কোর্টে আসতে। তার জামায় লেখা ছিল— 'নিজেই নিজের সুগার ড্যাডি হও!' সেই ছবিও এখন ভাইরাল। 

এই ডিভোর্স ঘিরে কিছুদিন আগে শোনা যায়, খোরপোষ হিসেবে ধনশ্রী নাকি ৬০ কোটি রুপি দাবি করেছেন! যদিও পরে জানা যায়, চাহাল তার প্রাক্তন স্ত্রীকে ৪ কোটি ৭৫ লাখ রুপি খোরপোশ দেবেন।  

এই বিচ্ছেদের মধ্যেই চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে আরও গুঞ্জন শুরু হয়েছে। আরজে মহবীশের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কখনও তাদের একসঙ্গে পার্কে, কখনও বা খেলার মাঠে দেখা গেছে। যদিও এই সম্পর্ক নিয়ে তারা কেউই প্রকাশ্যে কিছু বলেননি।  

Post a Comment

Previous Post Next Post