অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি | Latest News

অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি | Latest News


বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও কাজলের দুর্গাপূজায় মধ্যমণি হয়ে থাকতেন তাদের চাচা দেব মুখোর্জি। শুক্রবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে দেবের বয়স হয়েছিল ৮৩ বছর। 

মুখার্জি বাড়ির পূজায় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাকে। কাজল ও রানির ছায়াসঙ্গী হয়ে থাকতেন দেব। ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

এদিকে চাচাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সকলকেই দেখতে সুন্দর লাগে। ওকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না।’

অভিনেত্রীর কথায়, ‘আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতিদিন তোমাকে আমাদের মনে পড়বে।’

তিনি আরও লিখেন, ‘কাউকে খুব ভালোবাসলে পুরস্কার হিসেবে আমরা শোক পাই। এই শোক কখনোই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।’

Post a Comment

Previous Post Next Post