আগে বাঁচাতেন, এখন প্রাণ কাড়বেন! | Latest News

আগে বাঁচাতেন, এখন প্রাণ কাড়বেন! | Latest News


টালিউডের সৃজিত মুখার্জির 'কিলবিল সোসাইটি'র ঝলক সামনে এসেছে সদ্যই। এবার সেখানে দেখা গেল এক বিশেষ চরিত্র 'আনন্দ কর'। যাকে দর্শক এবারে দেখবেন একেবারে অন্য রূপে; সঙ্গে তার গল্পেও থাকবে প্রচুর টুইস্ট। 

এই গল্পে 'আনন্দ কর' ওরফে পরমব্রত চ্যাটার্জি চুল কামিয়ে হাজির হয়েছেন এক অন্য অবতারে। সে নাকি আর আগের মতো হাসি–খুশি মজার মানুষ নেই। বরং অনেক ঠান্ডা, কঠিন। যে মৃত্যুর অ্যানাটমি সবার থেকে ভালো বুঝত, এবার সেই নাকি ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে। কেন এমন পরিবর্তন হল? উত্তর মিলবে ছবিতে।

হেমলক সোসাইটি'তে যখন আত্মহত্যার কথা ভাবছেন কোয়েল, তখন তাকে বাঁচাতেই বাড়িতে এন্ট্রি নেন পরমব্রত। ছবির মাধ্যমে মানুষকে বুঝিয়েছিলেন, মৃত্যু নয়! জীবনটা বাঁচার জন্য। সেই 'আনন্দ' আবার ফিরছে 'মৃত্যুঞ্জয়' হয়ে। এখন সে 'হেমলক' নয়, 'কিলবিল সোসাইটি' চালায়। মানুষকে এখন বাঁচতে শেখায় না সে, বরং মারা যেতে সাহায্য করে। নিজের পিস্তলের গুলিতেই শেষ করে প্রাণ। কিন্তু হঠাৎ কেন তার এই পরিবর্তন? কোন রহস্য লুকিয়ে তার উত্তর মিলবে ছবিতে।

প্রসঙ্গত, ছবিতে রয়েছেন কৌশানী মুখার্জি, রয়েছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন আর অনিন্দ্য চ্যাটার্জিসহ আরও অনেক টলি তারকা।

Post a Comment

أحدث أقدم