দয়া করে রাহার ছবি তুলবেন না | Latest News

দয়া করে রাহার ছবি তুলবেন না | Latest News


অভিনেতা-অভিনেত্রীদের দেখলেই এগিয়ে আসেন পাপারাজ্জিরা। তাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন। বলিউডের তারকা জুটি রণবীর-আলিয়াও রয়েছেন সেই তালিকায়। বিশেষ করে রাহার জন্মের পর থেকেই তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। 

তবে এবার মেয়েকে খানিক আড়ালেই রাখতে তারা। রাহার গোপনীয়তা লঙ্ঘনের বিষয় নিয়েও আলোচনা করেন। ইতোমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে রাহার সব ছবি মুছে ফেলেছেন অভিনেত্রী।

পাপারাজ্জিদের উদ্দেশে শিশুর গোপনীয়তা আইন এবং তথ্য সুরক্ষা আইনের দিকগুলো উল্লেখ করে আলিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘গণমাধ্যম এবং কোনও ব্যক্তি বাবা-মায়ের সম্মতি ছাড়া নাবালকের ছবি ব্যবহার করতে পারে না।’ 

সাইফ আলি খানের উপর হামলার ঘটনার পর, আলিয়া ভাট তার মেয়ের নিরাপত্তা নিয়েও কিছু মুহূর্ত ভাগ করেছেন। তার কথায়, ‘আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারছি না কেউ যদি বাড়িতে ঢুকে রাহাকে তুলে নিয়ে যায়।’ আলিয়ার কথার সঙ্গে সহমত পোষণ করে রণবীর সন্তানের নিরাপত্তার অনুরোধ জানিয়েছেন।

রণবীর কাপুর বলেন, ‘এটা হয়ত আপনাদের কোনও বিশেষ সমস্যা বলে মনে হতে পারে। কিন্তু বাবা-মা হিসাবে আমরা আমাদের সন্তানকে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করছি। আজকের দিনে হাতে একটি স্মার্ট ফোন থাকলে, যে কেউ যে কোনও কিছু করতে পারে। পাপারাজ্জিরা আমাদের পরিবারের মতো। আমরা আপনাদের অনুরোধ করছি আপনারাও একটু পাশে থাকুন।’

তবে আলিয়া জানান, তারা কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। তবে যদি কেউ কথা না শোনেন তাহলে বাধ্য হবেন ব্যবস্থা নিতে। শুধু নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকেননি অভিনেত্রী। রাহাকে বাদ দিয়েও কীভাবে পাপারাজ্জিরা ছবি তুলবেন সেই বিষয়েও কথা বলেছেন। 

আলিয়ার ভাষ্য, ‘প্রথমে বাচ্চাটিকে সরাতে দিন, তারপর আপনি আমাদের ছবি তুলতে পারেন। যদি আপনি কোনও ভাবে রাহার ছবি পান, তা লে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে দয়া করে এটি একটি ইমোজি দিয়ে ঢেকে রাখুন।

Post a Comment

নবীনতর পূর্বতন