গৌরীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে নিয়ে কতটা আগালেন আমির? | Latest News

গৌরীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে নিয়ে কতটা আগালেন আমির? | Latest News


দীর্ঘ দিন ধরেই জল্পনা ছিল, বলিউড নায়ক আমির খান তার দীর্ঘদিনের বন্ধু গৌরীর সঙ্গে প্রেম করছেন। এবার আর রাখঢাক না রেখে সব স্পষ্ট করলেন নায়ক। মুম্বাইয়ে তার ৬০তম জন্মদিনে সুপারস্টার জানান, তিনি এক বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে আছেন; তাদের রয়েছে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের পরিচয়। 

কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন আমির? অভিনেতা অবশ্য অনেকদিন আগেই দিয়েছিলেন তার তৃতীয় বিয়ে নিয়ে উত্তর; আকারে-ইঙ্গিতে হলেও বুঝিয়েছিলেন তাদের এই প্রেমের ঘনিষ্ঠতাও।

তবে ২৫ বছর ধরে একে অপরকে চিনলেও তাদের মধ্যে তখনও প্রেম ছিল না। একদিকে যেমন স্ত্রী, সন্তানদের নিয়ে সংসার করছিলেন আমির। তেমনই আবার গৌরীও ছিলেন বিবাহিত। সম্প্রতি তাদের মধ্যে আবারও যোগাযোগ হয় এবং ঘনিষ্ঠতা বাড়ে।

এছাড়াও আমির জানান গৌরীর সঙ্গে শোবিজ অঙ্গনের লোকজনের সঙ্গে তেমন ওঠাবসা নেই। ফলে এত কিছুর সঙ্গে তার অ্যাডজাস্ট করতেও একটু সময় লাগবে।

তবে নিজের প্রেম ও তৃতীয় বিয়ে নিয়ে আমির খান একবার মজা করে বলেছিলেন, ‘আমার বয়স ৬০ বছর। এই বয়সে এসে তৃতীয় বিয়ে করা কি আদৌ শোভা পায়?’

তবে এখানেই থেমে যাননি আমির। তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে নায়ক এও বলেছিলেন, ‘তবে জানি না জীবনে যেকোনো কিছুই ঘটতে পারে।’ এছাড়াও নতুন প্রেম নিয়ে আমির আরও বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে আমার সন্তানরা এই সম্পর্ক নিয়ে খুশি।’

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নায়কের ভক্তদেরও বুঝতে বাকি নেই, তৃতীয় বিয়ের জন্যে অনেকটাই এগিয়ে আমির খান। অবশ্য, নায়কের তৃতীয় বিয়েতে জড়ানোরও নানা কারণ রয়েছে।

আমির খানের বৈবাহিক জীবন অনেক কিছুই স্পষ্ট করে দিতে পারে সকলকে। এই নায়কের প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তের সঙ্গে; তাদের দুই সন্তানও রয়েছে। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে আমির পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। সে ঘরেও দুই সন্তান। কিন্তু তারাও ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন। 

Post a Comment

Previous Post Next Post