রাজ কাপুরের ভূমিকায় দেখা গেল কারিনাকে | Latest News

রাজ কাপুরের ভূমিকায় দেখা গেল কারিনাকে | Latest News


সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-তে রাজ কাপুরের বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করে নিটিজেনদের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাকে ‘মেরা জুতা হ্যায় জাপানি’ বা ‘পেয়ার হুয়া ইকরার হুয়ার’-র মতো গানে পারফর্ম করতে দেখে খুশি হন উপস্থিত দর্শক আর নায়িকার অনুরাগীরা। 

পারফর্ম করার আগে কারিনা বলেছিলেন, ‘এই বছরের অনুষ্ঠানটা আমার জন্য বিশেষ। কারণ আমি রাজ কাপুরের জনপ্রিয় গানগুলো মঞ্চে নাচের মাধ্যমে পরিবেশন করতে চলেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে সেই পারফরম্যান্স।’ 

রবিবার রাতে ভারতের জয়পুরে কারিনা কাপুর যে দর্শকদের মন জয় করতে পেরেছেন তা তার নাচের ভাইরাল ভিডিও দেখেই বোঝা যায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার বিভিন্ন গানের সঙ্গে পারফর্মের ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরাও বেশ প্রশংসা করেছেন। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্সে একজন লেখেন, ‘কারিনাই বোধহয় রাজ কাপুরের যোগ্যতম উত্তরাধিকারী।’ 

অন্য একজন মন্তব্য করেন, ‘এই পারফরম্যান্সে রণবীর কাপুর, কারিশমা কাপুরও অংশ নিলে আরও ভালো লাগত। দশর্করা সারা জীবন মনে রাখার মতো নাচ দেখতে পারতেন।’


Post a Comment

নবীনতর পূর্বতন