খালিদের টিজারে কিলার লুকে পলাশ | Latest News

খালিদের টিজারে কিলার লুকে পলাশ | Latest News


সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন থ্রি) নাটকে তার অভিনীত কাবিলা চরিত্রটির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর পারভেজসহ একাধিক চরিত্র দিয়েও দর্শকদের মাতিয়েছেন তিনি। এবার বড় পর্দার দেখা যাবে পলাশকে।

পরিচালক তানিম রহমান অংশু পরিচালিতে থ্রিলার ছবি ‘খালিদ’ -এ অভিনয় করেছেন তিনি। বৃহস্পতিবার (২০ মার্চ) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে।

টিজারে দেখা যায়, জিয়াউল হক পলাশ কিলার লুকে ধরা দিয়েছেন। সচারচর ধারার অভিনয় ছেড়ে এবার নিজেকে ভেঙেচুরে অনন্য উচ্চাতায় নিয়ে গেছেন তিনি। ছবিটি আগামী ঈদে প্রকাশ পাবে। 

জিয়াউল হক পলাশের পাশাপাশি এ ছবিতে আরও অভিনয় করেছেন সাফা কবির, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ, আরফান মৃধা শিবলু, সঞ্জু জন, প্রান্ত প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post