নাগার শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা! | Latest News

নাগার শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা! | Latest News


নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এখন নিজেকে সামলে নিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ। সম্প্রতি সময়ে শোনা যাচ্ছে, তার নতুন প্রেমের গুঞ্জনও।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, নিজের বিয়ের পোশাকটি রূপান্তরিত করেছেন সামান্থা। এমনকী বাগদানের সময় নাগার দেওয়া আংটি লকেট হিসাবে ব্যবহার করছেন তিনি। বেশকিছু অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখাও গেছে ওই লকেটটি পরতে। 

এবার প্রাক্তন স্বামীর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি ভাগ করেছেন অভিনেত্রী। সেখানে তার হাতের ট্যাটুটির দেখা মেলেনি। 

একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন এই ট্যাটু করিয়েছিলেন সামান্থা। অবশ্যই নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে ট্যাটুটি আঁকিয়েছিলেন অভিনেত্রী। দু’জনের সম্পর্ক শেষ হওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল। যা নিয়ে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হন অভিনেত্রী।

তবে সম্প্রতি প্রকাশিত ছবিতে সামান্থার হাতে সেই ট্যাটু দেখা যায়নি। ফলে নেটিজেনদের অনুমান, অভিনেত্রী অবশেষে নাগার ট্যাটুর অনুকরণে বানানো ট্যাটুটি মুছে ফেলেছেন। 

যদিও এখনও পর্যন্ত ওই একই ট্যাটু নাগার হাতে রয়েছে। কিন্তু প্রাক্তনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনুরাগীরা।

Post a Comment

Previous Post Next Post