শাহরুখকে দেখে বাবার সঙ্গে গুলিয়ে ফেলল আলিয়া কন্যা, অতঃপর...| Latest News

শাহরুখকে দেখে বাবার সঙ্গে গুলিয়ে ফেলল আলিয়া কন্যা, অতঃপর...| Latest News


ছোট্ট মেয়ে রাহাকে মনের মতো করে বড় করে তুলছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রতি মুহূর্তে রাহা কী করছে, কোথায় যাচ্ছে— সব দিকে কড়া নজর অভিনেত্রীর।

 তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, প্রায়ই কাজের ফাঁকে বলিউডের গান শোনেন অভিনেত্রী। টিভির পর্দায় যখন শাহরুখের গান চলে, তখন এক অদ্ভুত প্রতিক্রিয়া দেয় রাহা। 

অভিনেত্রী বলেছেন, রাহা আামাদের অর্থাৎ আমার ও রণবীরের ছবির গান বহু বার দেখেছে। আজকাল অন্য অভিনেতাদের ছবির গানও চালাই। কিন্তু রাহা ভাবে, সব ছবির গানই আমার বা রণবীরের।

এমনই এক দিন শাহরুখের ছবি ‘মহব্বতে’র একটি গান শুনছিলেন আলিয়া। গানের সঙ্গে পা-ও দোলাচ্ছিলেন। তখন রাহা তাকে প্রশ্ন করে, ‘এটা কি তোমার গান, মা?’ আলিয়া কন্যাকে জানান, এটা তার ছবির গান নয়। তখন ছোট্ট রাহা ফের প্রশ্ন করে, ‘তা হলে এটা কি বাবার ছবির গান?’ সঙ্গে সঙ্গে আলিয়া মেয়েকে বুঝিয়ে বলেন, ‘না না এটা বাবা নয়। এটা শাহরুখ খানের গান।’

এই সাক্ষাৎকারেই রাহার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়েও কথা বলেছেন আলিয়া। অভিনেত্রী জানিয়েছেন, রাহার জন্মের পরে বদলে গেছেন রণবীর। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ বলেও জানান আলিয়া। 

Post a Comment

Previous Post Next Post