নাক থেকে খুলে গেল দামি নথ, হারাতে চাইলেন না নীতা | Latest News

নাক থেকে খুলে গেল দামি নথ, হারাতে চাইলেন না নীতা | Latest News


গত বছর রাজকীয় আমেজে অনুষ্ঠিত হয় মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। সেখানে এসেছিলেন দেশ-বিদেশের নামজাদা তারকারা। তাদের মধ্যে ছিলেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ান।

সম্প্রতি 'দ্য কার্দাশিয়ানস'-এর একটি পর্বে কিম ও ক্লোয়ি তাদের ভারত সফর নিয়ে কথা বলেন। সেই পর্বের একটি মুহূর্তে দেখানো হয়, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারা দুই বোন অনুষ্ঠানস্থলে উপস্থিত। এ সময় তারা কথা বলছিলেন নীতা আম্বানির সঙ্গে। আর তাদের সঙ্গে কথা বলতে বলতেই নীতা আম্বানির নাকে থাকা পান্নার নথটি হঠাৎ করে খুলে যায়। আর নীতা বুঝতে পেরে দ্রুত নথটি মাটিতে পড়ার আগেই ধরে নেন, এবং হাসেন। সেই মুহূর্তটি ক্যামেরায়ও ধরা পড়ে যায়। ফ্যান পেজে উঠে এসেছে সেই মুহূর্তটি। 

তবে কার্দাসিয়ানদের সেই অনুষ্ঠানে কিমের গলার হার থেকে একটি হীরা খসে পড়ে যায়। আর সেই ভিডিওটিও ভাইরাল হয়। সেখানে নেটিজেনরা লেখেন, ‘শুধুমাত্র কোটিপতিরাই হীরা হারিয়ে ফেলছেন।’

প্রসঙ্গত শুধু নীতা আম্বানির পান্নাই নয়, ওই একই দিনে একই অনুষ্ঠানে কিমের গলার হার থেকে একটি হীরা খসে পড়ে যায়। সেই মুহূর্তটিও ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু ভিড় ও ব্যস্ততার কারণে কিম সেটা খেয়াল করেননি। পরে তার বোন ক্লোয়-ই  প্রথম খেয়াল করেন যে একই নেকলেস থেকে একটি হীরা নিখোঁজ। আর তখন কিমকে বলতে শোনা যায়, 'কিম, ওটার একটা ডায়মন্ড মিসিং (হারিয়েছে)!' কিমও তাতে আতঙ্কিত হয়ে বলেন, ‘ওএমজি, আমাকে এবার এর মূল্য গুনতে হবে!’ তবে যদি সেদিন নীতা আম্বানি তার নথটি হারিয়ে ফেলতেন- সেটির মূল্য চোকাতে হলে নীতাকে গুনতে হতো আনুমানিক ৫৩ কোটি রুপি।


Post a Comment

Previous Post Next Post