তোমায় ছাড়া আমরা সত্যিই অসহায় : ঋতুপর্ণা | Latest News

তোমায় ছাড়া আমরা সত্যিই অসহায় : ঋতুপর্ণা | Latest News


ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ২০২৪-এর নভেম্বর মাসে তার মাকে হারিয়েছেন। ঋতুপর্ণার কাজের অন্যতম অনুপ্রেরণা ছিলেন তার মা। প্রতি মুহূর্তে তাই মাকে মনে পড়ে ঋতুপর্ণার। 

এদিকে ভারতে শুরু হয়েছে হোলি উৎসব রঙে রাঙা হয়ে ওঠার দিনেও বার বার মনে পড়েছে অভিনেত্রীর বিগত বছরগুলোয় কাটানো নানা মুহূর্ত। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে কাটানো বিগত বছরের হোলির একঝাঁক ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। 

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ দোলযাত্রা মা। আমার প্রথম দোল তোমায় ছাড়া। আমি এই বছর তোমার পা ছুঁতে বা তোমায় রং দিতে পারলাম না। যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করতে। এই বছর আর তুমি সত্যনারায়ণের সিন্নি দিতে পারবে না। যা আমাদের সকলের কাছে দোল পূর্ণিমার সেরা উপহার ছিল।’

শরীর খারাপ হওয়ার পরেও ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর ঘরে কাটাতেন অভিনেত্রীর মা। সেই প্রতিটি মুহূর্ত আজ মনে পড়ছে ঋতুপর্ণার। তার কথায়, ‘তোমায় ছাড়া আমরা সত্যিই অসহায়। তোমাকে খুব মিস করছি মা। তুমি যেখানেই থাকো ভালো থেকো।’

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত। অসুস্থ থাকাকালীন দিনের বেশিরভাগ সময়টাই হাসপাতালে মায়ের সঙ্গে কাটাতেন অভিনেত্রী। 

ঋতুপর্ণার জীবনের প্রতিটি ভালো-খারাপ মুহূর্তের সঙ্গী ছিলেন তার মা। মনের কথা বলা থেকে জীবনের নানা ওঠাপড়া। মায়ের মৃত্যু অত্যন্ত যন্ত্রণার অভিনেত্রীর কাছে। রঙের উদযাপনও তাই বেরঙিন এই বছর।

Post a Comment

Previous Post Next Post