‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বারের মতো অস্কার পুরস্কার উঠেছে এই অভিনেতার হাতে।
সোমবার (৩ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান।
এদিকে চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি।
পুরস্কার গ্রহণ করে ব্রডি বলেন, ‘যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং অন্য বিষয়গুলোর প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি। আমি বিশ্বাস করি, ঘৃণা দিয়ে কিছু হয় না; অতীত আমাদের এ শিক্ষাই দেয়।’
এবারের অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ মনোনয়ন পেয়েছে ১০ ক্যাটাগরিতে। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগ।
‘দ্য ব্রুটালিস্ট’ আলোচনায় আসে গত বছরের ভেনিস উৎসবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেন করবেট। পরে ২০ ডিসেম্বর মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়।
হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে ‘দ্য ব্রুটালিস্ট’।
২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে প্রথম অস্কার পেয়েছিলেন ব্রডি।
Post a Comment