📆 শনিবার, ১৫ মার্চ ২০২৫🕑 ৩টা:১৫মিনিট:১৩সেকেন্ড পূর্ব-মধ্যাহ্ন
‘সৃজিত খুব কাছের, আমার গুবলু-পাগলটা’ | Latest News

‘সৃজিত খুব কাছের, আমার গুবলু-পাগলটা’ | Latest News


অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী। কিন্তু তাদের এই দাম্পত্য নিয়ে নানা কানাঘুষা শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। তবে মিথিলার সঙ্গে সংসার পাতার আগে একাধিক প্রেম ছিল সৃজিতের। অভিনেত্রী ঋতাভরীর চক্রবর্তীর সঙ্গে সৃজিতের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। তাদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারও!

বলা বাহুল্য, মিথিলাকে বিয়ের পর ঋতাভরীর সঙ্গে সৃজিতের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আচমকাই ঋতাভরীর সঙ্গে ছবি দেন সৃজিত। আবার অভিনেত্রীর ২০২৫ সালের ক্যালেন্ডার লঞ্চেও বিশেষ অতিথি ছিলেন মিথিলার স্বামী।

সম্প্রতি নিজেদের এই রসায়ন নিয়ে এবার মুখ খুললেন ঋতাভরী। তাদের কখনো প্রেম ছিল কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন,  ‘আমি এই নিয়ে কখনো কোথাও কথা বলিনি। ও যা ইচ্ছে বলুক। ও একটা পাগল! আমার কাছে ও এরকমই। আমার খুব কাছের ও। আমরা ৭-৮ বছর কথা বলিনি। আবার এখন সত্যি বলতে আমরা একসঙ্গে নিজেদের বন্ধুত্বটাকে উপভোগ করছি।’ 

ঋতাভরী বলেন, ‘আমি কোনোদিন কমফোর্টেবল ফিল করিনি এটা নিয়ে কথা বলতে। সৃজিত এত বড় পাবলিক ফিগার। ওকে এক-একজন এক-একরকম চোখে দেখে। কোউ ওর ভক্ত, কেউ ওকে একেবারে সহ্য করতে পারে না। কেউ তো ওর ওপর এত রেগে, পারলে ওর গায়ে মি টু ঘষে দেয়, কেউ আবার বলে সৃজিতের মতো মানুষ হয় না… আমি সবই শুনি। আমার কাছে ও হচ্ছে গুবলু।’

সৃজিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার দায়ও নিলেন নিজের কাঁধে। ঋতাভরী বললেন, ‘আমি ওর হৃদয় ভেঙেছি। আমি এটা নিয়ে কখনো গর্ব করব না। আমি যা করেছি সেটা ভুল। অনেকগুলো বছর আমি ভেবেছি, ও আমাকে ঘৃণা করে। আমি বিস্তারে বলব না, শুধু বলব, যা করেছি আমার ভুল ছিল।’

Post a Comment

Previous Post Next Post