আমাকে এ আর রহমানের প্রাক্তন স্ত্রী বলবেন না, ক্ষুব্ধ সায়রা বানু | Latest News

আমাকে এ আর রহমানের প্রাক্তন স্ত্রী বলবেন না, ক্ষুব্ধ সায়রা বানু | Latest News


গত বছরের শেষ দিকে এ আর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সুরকারের স্ত্রী সায়রা বানু। যদিও সময় যত এগিয়েছে একটু একটু করে যেন নিজের অবস্থান থেকে সরে এসেছেন সুরকার-পত্নী। 

এরই মধ্যে আজ রোববার সকালে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় গায়ককে। কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন তিনি। 

এ আর রহমানের ছেলে বাবার শরীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন। একইসঙ্গে যারা এই সময়ে শিল্পীর খোঁজখবর নিয়েছেন, পরিবারের পাশে থেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। 

ছেলের পর এ বার রহমানের দ্রুত সুস্থ কামনা করেছেন স্ত্রী সায়রা বানু। পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। সায়রা আপত্তি জানিয়েছেন, তাকে রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলে উল্লেখ করায়। 

সায়রা বানু জানান, এই সময় তিনি রহমানকে কোনও রকমের চাপ দিতে চান না। পরিবারের সকলকে অনুরোধ করেছেন তাকে যেন কোনও দুশ্চিন্তা না দেওয়া হয়। 

সায়রার কথায়, ‘‘আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কৃপায় এখন ভালো আছেন। চিন্তার কোনও কারণ নেই। আমি সকলকে বলতে চাই আমি তার ‘প্রাক্তন স্ত্রী’ নই। আমাদের কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। আমরা গত দু’বছর ধরে আলদা থাকছি, আমার স্বাস্থ্যের কারণে। আমার শরীর ভালো নেই। আমি চাই না এর প্রভাব তার উপর পড়ুক, কোনও ধরণের বাড়তি চিন্তা না চাপুক তার মাথায়। তাই দয়া করে আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় রহমানের যত্ন নিতে, যতটা সম্ভব চাপ মুক্ত থাকুন।’’

Post a Comment

Previous Post Next Post