ছোট পোশাকে হাজির হন আমিশা, সালোয়ার কামিজ পরতে বাধ্য করেন সঞ্জয়! | Latest News

ছোট পোশাকে হাজির হন আমিশা, সালোয়ার কামিজ পরতে বাধ্য করেন সঞ্জয়! | Latest News


বলিউডে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন আমিশা প্যাটেল। এক সময় পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ৫০ ছুঁইছুঁই বয়সেও বর্তমানে ‘সিঙ্গেল’ এই অভিনেত্রী।

তবে এক সময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। একে অপরের কাছের বন্ধু ছিলেন তারা। তবুও মনোমালিন্যের কারণে ছেদ পড়ে সেই ঘনিষ্ঠ বন্ধুত্বে। 

আমিশার বিয়ে দিতে চেয়েছিলেন সঞ্জয়। তবে সেটা আর হয়ে ওঠেনি। যদিও আমিশাকে নিয়ে খুবই স্পর্শকাতর ছিলেন সঞ্জয়। আমিশাকে ছোট পোশাক পরার অনুমতি দিতেন না পর্যন্ত! অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে খবর। 

ঘটনাটা আমিশার জন্মদিনের। সঞ্জয়ের বাড়িতে আমিশার জন্মদিনের পার্টি ছিল। যেখানে ছোট পোশাকে সেখানে হাজির হন অভিনেত্রী। বিষয়টি পছন্দ না হওয়ায় আমিশাকে আধুনিক পোশাক বদলে সালোয়ার কামিজ় পরতে বাধ্য করেন অভিনেতা। 

আমিশার কথায়, ‘সঞ্জয় আমার পরিবারের মতো। খুব কাছের। আমার বিষয়ে ভীষণ স্পর্শকাতর ছিল সে। সব সময় আমাকে আগলে রাখত। আমাকে সব সময় বলত, এই ইন্ডাস্ট্রি আমার জায়গা নয়। আমার সারল্য নিয়ে চিন্তিত থাকত।’ 

তিনি আরও যোগ করেন, “আমাক বরাবরই ছোট ভাবতেন তিনি। শুধু বলতেন, ‘আমি তোর বিয়ে দেব।’ তবে ২০ বছর কেটে গেছে, এখনও একটা ছেলে খুঁজে পায়নি। সঞ্জয় বলেছিল, আমার কন্যাদান করবে।” 

তবে মুখে এখন যা-ই বলুক না কেন, সঞ্জয়ের তার প্রতি অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা এবং অধিকারবোধই আমিশার সঙ্গে ঝামেলার কারণ।

Post a Comment

Previous Post Next Post