গৌরীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের | Latest News

গৌরীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের | Latest News


২৫ বছরের পরিচিতির পর গত একবছর থেকে বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা, সব চর্চার অবসান ঘটিয়ে নিজের মুখেই প্রেমের কথা স্বীকার করেছেন এ অভিনেতা।

নতুন বান্ধবীকে নিয়ে চারিদিকে নানা কানাঘুষোর মাঝে সোশ্যাল মিডিয়ায় সার্চও বেড়েছে গৌরীর। 

এদিকে আমির খানের ৬০তম জন্মদিনে প্রেমের বিষয়ে জানানোর পর ভক্ত-অনুরাগীদের গৌরীকে একঝলক দেখতে মরিয়া হয়ে উঠবে এটা ভেবে তড়িঘড়ি করে একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিয়োগ করেছেন প্রেমিকার জন্য।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমরা মনস্থির করেছি এই সম্পর্ক নিয়ে এখন জনসমক্ষে বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা সম্পর্কে। এরপর থেকে আমাদের আর আপনাদের কাছে কিছু লুকাতে হবে না।’

গৌরীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই যে তিনি আলোচনায় থাকবেন, এ কথা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন আমির। তাই আগেভাগেই একজন দেহরক্ষী নিযুক্ত করেন।

এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমি গৌরীর কথা সকলকে জানানোর আগে থেকেই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটা কেবল আমার নিজের মনের শান্তির জন্য করা।’ 

ভক্তদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দেওয়ারও পরিকল্পনা করেছেন আমির। অভিনেতা জানান, গৌরী এ সবের সঙ্গে তেমন অভ্যস্ত নন। তাই তাকে কিছুটা হলেও সব কিছুর জন্য প্রস্তুত করতে সময় লেগেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন