বিতর্কের মাঝে মুখ খুললেন মাইকেলের মেয়ে প্যারিস | Latest News

বিতর্কের মাঝে মুখ খুললেন মাইকেলের মেয়ে প্যারিস | Latest News


আন্তর্জাতিক ফ্যাশন শো-এর খোলামেলা পোশাকে ধরা দিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। বিতর্কের মাঝে এবার এ বিষয়ে মুখ খুলে পালটা যুক্তি দিয়েছেন।

তিনি বলেন, ‘পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সকলেই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারেন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন?’ 

এটা কোনও বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরও নানা বড় কাজ রয়েছে।’

প্রসঙ্গত, পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তার ‘মুনওয়াক’-এর দিকে। প্রায় একদশক হতে চলেছে ইহজগতকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু আজও মাইকেল ম্যানিয়া বর্তমান স্বমহিমায়। তারই সন্তান প্যারিস।

Post a Comment

Previous Post Next Post