আলিয়াকে নিয়ে হিংসা, ভুল ভাঙল সারার | Latest News

আলিয়াকে নিয়ে হিংসা, ভুল ভাঙল সারার | Latest News


বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ঈর্ষা বোধ করতেন সাইফ কন্যা সারা আলি খান। তিনি মনে করেন, মাতৃত্বের সঙ্গে সঙ্গে আলিয়া যেভাবে চারদিক সামলে নিচ্ছেন। তাতে তার জীবনে সব পাওয়া হয়ে গেছে।

বলে রাখা ভালো, আলিয়া খুব কম বয়সে জাতীয় পুরস্কার পেয়েছেন। এক কন্যা সন্তানের মা-ও তিনি।

পরে যদিও সারার সেই ভুল ভেঙেছে। বুঝতে পেরেছেন সবার মতো আলিয়ার জীবনেও নানা বাধা এসেছে নিশ্চয়ই। আরও মানবিক হয়ে ভাবা উচিত ছিল মনে করেন সারা।

সারা বলেন, ‘আলিয়া যখন জাতীয় পুরস্কার পান, তখন আমার মনে হয়েছিল, ‘আলিয়া তো সব পেয়েই গেছেন। তার একটা বাচ্চাও আছে। জীবনে তো তার সবই পাওয়া হয়ে গেছে।’ কিন্তু এটা তো ঠিক যে আমি জানি না এইসব কিছুর জন্য তাকে কী কী মোকাবিলা করতে হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি তার ব্যাপারে অমানবিক ভাবনা পোষণ করেছি একটা সময়। উনিও নিশ্চয় অনেক বাধা, হতাশার সম্মুখীন হয়ে তারপর আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। বুঝেছি যে প্রত্যেক মুদ্রার দুটি পিঠ থাকে।

সারা তাই এখন মনে করেন কারও প্রতি ঈর্ষার মনোভাব রাখার আগে তার পুরো কাহিনি জেনে নেওয়া দরকার। তিনি আরও বলেন, ‘আমরা শুধু সাফল্যটা দেখতে পাই কারণ আমরা শুধু ওটাই দেখতে চাই। ঈর্ষা বোধ করা মানেই অবিবেচকের মতো কাজ সেটা।’

Post a Comment

Previous Post Next Post