জিম্মির’ ট্রেলারে ঝড় তুললেন জয়া আহসান | Latest News

জিম্মির’ ট্রেলারে ঝড় তুললেন জয়া আহসান | Latest News


অভিনেত্রী জয়া আহসান নিজেকে ভেঙেচুরে বার বার দর্শকদের মাঝে নতুন ভাবে ধরা দিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার পরিচালক আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’তে জয়া নতুন ভাবে নিজেকে তুলে ধরেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটিটি প্লাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। শেয়ার করা ট্রেলার দেখা যায়, সাধারণ সরকারি চাকরিজীবী রুনা লায়লা চরিত্রে রয়েছে জয়া আহসান।

ট্রেলারে আরও দেখা যায়, মধ্যবিত্ত গৃহিনীর এক গল্পকে কেন্দ্র করে আগাবে এ সিরিজ। টানাপোড়নের এ সংসারে এক সময় রুনার লোভ হবে তার টাকা পয়সা বাড়ি গাড়ি সবা চায়।

এরপর রুনার জীবন পরিবর্তন হতে থাকে। তার হাতে শুধু থাকে টাকা আর টাকা। এত টাকা কোথায় পেলে রুনা? তা জানতে হলে আপনাকে দেখতে হবে 

জিম্মি। ঈদ উপলক্ষ্যে ২৮ মার্চ হইচইতে মুক্তি পাবে।

প্রসঙ্গত, আশফাক নিপুণ পরিচালিত এ সিরিজে আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।

Post a Comment

Previous Post Next Post