ফের মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত | Latest News

ফের মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত | Latest News


ফের মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি। কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তান এল অভিনেত্রীর কোলজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ভক্ত-অনুরাগীদের মাঝে জানিয়েছেন। 

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। 

এদিকে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘এবার মেয়েটা খুব কান্নাকাটি করছিল। আমায় ছেড়ে থাকতে কষ্ট হবে তাই। ভর্তি হওয়ার সময়ও সঙ্গে এসেছিল। তারপর বাড়ি চলে গিয়েছে। তবে মাঝেমধ্যেই আমার কথা বলছে। এখন শুধুই ভিডিও কল ভরসা।’

মায়ের কাছে থাকতে না পারলেও খালার মাধ্যমে হাসপাতালে মানসীর জন্য সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে ছোট মেয়ে। নবাগতকে ‘বেবি’ বলে সম্বোধন করে তাকে আগাম ভালো থাকার বার্তা দিয়েছে মানসী-কন্যা।

প্রসঙ্গত, ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে নজর কেড়েছেন। ধারাবাহিক শেষ হয়েছে কিছু দিন আগে। তারপরেই মা হলেন মানসী। বছর সাতেকের এক কন্যাসন্তান রয়েছে তার। 

Post a Comment

Previous Post Next Post