হাসপাতালের রণদীপ হুডা, উদ্বিগ্ন অনুরাগীরা | Latest News

হাসপাতালের রণদীপ হুডা, উদ্বিগ্ন অনুরাগীরা | Latest News


ভারতীয় অভিনেতা রণদীপ হুডা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গত বছর তার ছবি ‘স্বতন্ত্র বীর সাভারকার’ দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল। বক্স অফিসে তেমন ভালো ফল না করলেও, এই ছবির জন্য রণদীপের পরিশ্রম নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। আরও একবার সেই স্মৃতিতে ডুব দিলেন অভিনেতা।

২২ মার্চ উল্লিখিত ছবিটি এক বছর পূর্ণ করল। সেই উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবিতে অভিনয় করার সময়ে অনেকটা ওজন কমাতে হয়েছিল তাকে।

এমনকি ভাঙা পা নিয়েও শুটিং করেছিলেন তিনি। রণদীপের ভাগ করে নেওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তার চেহারা শীর্ণ। এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা। তবে এই ছবি অতীতের। এছাড়া ছবির শুটিং সেটেরও।

সম্প্রতি কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ক্যাপশনে রণদীপ লিখেছেন, ‘তিন বছর আগে, ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবির সফর শুরু করেছিলাম। এই দিনেই গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির সহ-চিত্রনাট্যকার হিসেবে কাজ করা থেকে শুরু করে পরিচালনা ও প্রযোজনা ও অভিনয় করার নেপথ্যে অনেকটা ভালবাসা, আত্মত্যাগ ও আবেগ ছিল।’

শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন তিনি। তার কথায়, ‘এই ছবির নেপথ্যে ওজন কমানোর কঠিন পদ্ধতিও ছিল। তবে সবচেয়ে ভাল লেগেছে এই ছবির জন্য বন্ধুবান্ধবের থেকে ভালবাসা পেয়ে। ছবির কলাকুশলীরাও আমার পাশে থাকতেন। আমার খিদে পেত, মেজাজ হারাতাম। তখনও ওরা পাশে থাকতেন। এটা আমার জন্য স্রেফ একটা ছবি নয়। আমার জীবন বদলে দিয়েছিল এই অভিজ্ঞতা।’

Post a Comment

নবীনতর পূর্বতন