📆 শনিবার, ১৫ মার্চ ২০২৫🕑 ৮টা:৪০মিনিট:৫১সেকেন্ড পূর্ব-মধ্যাহ্ন
দ্রুত বিয়ের সিদ্ধান্ত কি তামান্নার বিচ্ছেদের কারণ? | Latest News

দ্রুত বিয়ের সিদ্ধান্ত কি তামান্নার বিচ্ছেদের কারণ? | Latest News


দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার বিচ্ছেদের খবর নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ার পর থেকেই সকলের মনে নানা প্রশ্ন, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?  আসলে কি বিচ্ছেদের পথে এই পাওয়ার কাপল? প্রায় বছর দু’য়েকের সম্পর্ক তাদের।

নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন এ তারকা জুটি। ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিংয়ের সময় থেকেই তামান্না এবং বিজয় সম্পর্কে জড়িয়েছিলেন। প্রথমে তারা সম্পর্ক গোপন রাখলেও, পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন।

বিচ্ছেদের কারণ নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। কেউ বলছেন, দু’জনের মধ্যে মতপার্থক্য এর জন্য দায়ী। কেউবা বলছেন, কাজে ব্যস্ত থাকার কারণে দু’জনেই একে অপরকে সময় দিতে পারছিলেন না।

সম্প্রতি, একটি প্রতিবেদনে এমনটাও দাবি করা হচ্ছে যে বিয়ের জন্য চাপ দেওয়ায় এই বিচ্ছেদের সিদ্ধান্ত। পিঙ্কভিলার সূত্রে জানা যায়, ‘কয়েক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার ব্রেক আপ হয়। কিন্তু, এখনও তারা ভালো বন্ধু। এই বন্ধুত্ব বজায়ও রাখতে চান।’ 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তামন্না শিগগিরই বিয়ে করে সংসার শুরু করতে চাইলেও, বিজয় প্রস্তুত নন। ফলে দু’জনের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে।

কিছুদিন আগে শুভঙ্কর মিশ্রকে দেওয়া বিজয় বর্মার সাক্ষাৎকারটি ভাইরাল হয়েছিল। যেখানে তিনি তামন্না ভাটিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন। 

বিজয় বলেছিলেন, ‘আমরা দু’জনেই একমত হয়ে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলাম। লুকিয়ে যাওয়ার কোনও প্রয়োজন কখনও অনুভব করিনি।’ 


Post a Comment

Previous Post Next Post