রঙিন বসন্তে কীসের ইঙ্গিত দিলেন ঋতাভরী | Latest News

রঙিন বসন্তে কীসের ইঙ্গিত দিলেন ঋতাভরী | Latest News


ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেম নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ার অন্দরমহলে চর্চা চলছিল। তিনি যে প্রেম করছেন এই খবর ‘বহুরূপী’র গান মুক্তির দিনই জানিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘বহুরূপ’র প্রচারের জন্য প্রেমিকের কাছে যেতে পারেননি তিনি। সঙ্গে উল্লেখ করেছিলেন প্রেমিক মুম্বাইয়ে থাকেন। এরপর ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাত ধরে হলে প্রবেশ করতে দেখা গিয়েছিল তাদের।‌ কিন্তু তখনও প্রেমিকের পরিচয় সামনে আনেননি অভিনেত্রী। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন ঋতাভরী। লেখক সুমিত অরোরার সঙ্গে ছবি ভাগ করে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানান অভিনেত্রী। 

একগুচ্ছ ছবি ভাগ করে ঋতাভরী লিখেছেন, ‘অরোরা অ্যান্ড কোম্পানি ও চক্রবর্তী প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে দোলের শুভেচ্ছা।’ অর্থাৎ সুমিত ও তার পরিবারের পক্ষ থেকে সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন ঋতাভরী। তার এই পোস্ট দেখে নেটিজেনদের অনুমান, একসঙ্গে দু’জনের পদবি যখন মিলেছে, তখন খুব তাড়াতাড়ি গাঁটছড়াও বাঁধবেন তারা ।

এই ছবি সামনে আসতেই প্রেমের গুঞ্জন যে সঠিক তা খোলসা হয়েছে নেটিজেনদের কাছে। সুমিত অরোরা বলিউডের বেশকিছু ছবি‌ ও সিরিজের সংলাপ লিখেছেন। তার মধ্যে রয়েছে ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ও সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর মতো কাজগুলো।

Post a Comment

Previous Post Next Post