প্রতিযোগিতা নয়, রাজত্ব করি : শাকিব খান | Latest News

প্রতিযোগিতা নয়, রাজত্ব করি : শাকিব খান | Latest News


দুই দশক ধরেই ঢাকাই ছবিতে রাজত্ব করছেন মেগাস্টার শাকিব খান। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘বরবাদ’। পর্দার পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার; সেখানেও দেখছেন সফলতার মুখ।

এরই মধ্যে ইন্ডাস্ট্রিজের এই সর্বোচ্চ নায়কের নতুন লুক চমকে দিল সবাইকে! যা দেখে নানা জল্পনা বুনছেন শাকিব ভক্তরা।

সদ্যই শাকিব নিজেকে এমন লুকে ধরা দিলেন, যে লুকে সাধারণত ধরা দেন না নায়ক। চোখে সানগ্লাস, ছোট চুল, মুখভর্তি খোঁচা দাড়ি। পরে আছেন ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী। পায়ে কালো জুতা। চেয়ারে আয়েশ করে বসে আছেন।

সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এভাবেই দেখা গেল শাকিবকে। ক্যাপশনে নায়ক লেখেন, ‘আই ডোন্ট কম্পিট, আই রুল।’ অর্থাৎ ‘আমি প্রতিযোগিতা করি না, রাজত্ব করি।’

ছবিটি শেয়ার করার সঙ্গে ঝড়ের বেগে পৌঁছে যায় তার ভক্তদের কাছে। যাদের অধিকাংশই চমকে যান, সঙ্গে মুগ্ধতাও প্রকাশ করেন। কেউ কেউ ধারণা করেছেন শাকিবের এই লুক যেন নতুন কোনো ছবির ইঙ্গিত। তবে অধিকাংশই তার এই লুকের প্রশংসা করেছেন।

এদিকে গত রোববার শাকিব তার প্রতিষ্ঠান ‘রিমার্ক’র একটি আয়োজনে অংশ নেন। সেখানও এমন লুকে যায় শাকিবকে।


Post a Comment

নবীনতর পূর্বতন