নুসরাত ফারিয়াকে চিনছেন না কেউ! | Latest News

নুসরাত ফারিয়াকে চিনছেন না কেউ! | Latest News


আসন্ন ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে ‘জ্বীন থ্রি’। সম্প্রতিই প্রকাশ হয়েছে ছবিটির পোস্টার। সেখানে কালো পোশাকে দুহাত প্রসারিত করে জ্বীনের রূপে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। 

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন টু’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন থ্রি’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।

‘জ্বীন থ্রি’র পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত! আর এমন লুকেই ধরা দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।


কিন্তু পোস্টারে গ্ল্যামারাস নুসরাত ফারিয়াকে প্রথম দেখাতে অনেকে চিনতেই পারেনি। নায়িকার এমন হাল রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের- তা বুঝতে বাকি নেই। কৌতূহল দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? যদিও সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে।

Post a Comment

Previous Post Next Post