‘অভিনয় করে কখনও তৃপ্তি পাই না’ | Latest News

‘অভিনয় করে কখনও তৃপ্তি পাই না’ | Latest News


বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। ভাসন বালা পরিচালিত এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল সিনে মহলে।

ফাঁকা প্রেক্ষাগৃহ, আগে পরিচালক প্রতিক্রিয়া জানিয়েছিলেন ছবির বক্স অফিসে ব্যর্থতা নিয়ে। তার দাবি ছিল, বক্স অফিসে ছবিকে সফল করা তার দায়িত্বের মধ্যে পড়ে। 

কোথায় গলদ রয়ে গিয়েছিল তা বিশ্লেষণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন আলিয়া।

অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, অভিনয় করে আমি কখনও তৃপ্তি পাই না। আর আমার এই ভাবনাটা ভালোই লাগে। গত বছর আমার একটা ছবি একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এই ঘটনাটাই আমাকে শক্তি জুগিয়েছে যে আরও ভালো কাজ করতে হবে।’

আলিয়া চান বার বার চেষ্টা করে যেতে। তিনি স্পষ্টই জানান, এই ধরনের ব্যর্থতা তাকে আরও উৎসাহী করে তোলে। আর এটাই তার পেশাদারিত্বের স্বপ্ন।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে মুক্তি পায় ‘জিগরা’। এ ছবি মূলত এক ভাইবোনের কাহিনি নিয়ে। দিদির চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। বেদাঙ্গ রায়না ছিলেন আলিয়ার ভাইয়ের চরিত্রে।

Post a Comment

أحدث أقدم