অ্যাঞ্জেলিনা জোলির ঘটনা সৃজিতের ছবিতে! | Latest News

অ্যাঞ্জেলিনা জোলির ঘটনা সৃজিতের ছবিতে! | Latest News


টালিউড ছবি ‘হেমলক সোসাইটি’ মুক্তি পাওয়ার পর কেটে গেছে ১৩ বছর। এবার তারই সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’ নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তার আগে ছবি নিয়ে বড়সড় তথ্য ফাঁস করলেন সৃজিত। জানেন কি, সৃজিতকে এই ছবির জন্য নাকি প্রেরণা জুগিয়েছেন হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি!

সম্প্রতি সৃজিত মুখার্জি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখান থেকেই জানা গেল, পরিবেশ ও পরিস্থিতির চাপে হলিউড ডিভা অ্যাঞ্জেলিনা জোলি নাকি একবার নিজের পরিবারের এক সদস্যকে গুপ্ত হত্যা করার কথা ভেবেছিলেন। সেই মতো এক সুপারি কিলারকে ভাড়াও করেছিলেন! কারণ তার নাকি মনে হয়েছিল আত্মহত্যা করার থেকে নিজের অপছন্দের মানুষটিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলাই শ্রেয়। 

ঘাতক অবশ্য সব শুনে অক্সারজয়ী অভিনেত্রীকে পরামর্শ দেন, বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবার জন্য। এবং তাকে দু’মাস সময়ও দেন। এই ঘটনার খবরটি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করে সৃজিত লিখেছেন, ‘যারা আমার ছবি কিলবিল সোসাইটির গল্পে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন, তাদের অবগত করতে জানাই অ্যাঞ্জেলিনা জোলির এই ঘটনাটি হল আমার ছবির গল্পের অনুপ্রেরণা। অতএব আশা করব অস্থির না হয়ে আমার ছবিটি উপভোগ করবেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, ‘কিলবিল সোসাইটি’র হাত ধরে মৃত্যুঞ্জয় কর রূপে নয়া অবতারে পর্দায় হাজির হবেন ছবির নায়ক পরমব্রত চ্যাটার্জি। সে নাকি আর আগের মতো হাসি খুশি মানুষটি নেই। বরং হয়ে গেছেন অনেকটাই কঠিন ও শান্ত। যে মৃত্যুর অ্যানাটমি সব চেয়ে ভালো বুঝত, এবার সেই নাকি নিজের ভাগ্যের বদল ঘটাতে চায়। তার সঙ্গে এবার থাকছে পূর্ণা আইচ ওরফে কৌশানি মুখার্জি। এছাড়াও ছবিতে রয়েছেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ। ভয়ডরহীন পূর্ণার জীবনকে ক্রমশ ভয় গ্রাস করে ফেলে। এই ভয়ের জালে আটকা পড়েই আমূল বদল ঘটে পূর্ণার। কেন এই পরিবর্তন, তারই উত্তর মিলবে ‘কিলবিল সোসাইটি’তে।

Post a Comment

Previous Post Next Post