অমিতাভের হাত ধরে মুক্তি পেল কঙ্কনার নতুন ছবির ট্রেলার | Latest News

অমিতাভের হাত ধরে মুক্তি পেল কঙ্কনার নতুন ছবির ট্রেলার | Latest News


ওপার বাংলার অভিনেত্রী তথা চিত্রপরিচালক কঙ্কনা চক্রবর্তীর মুকুটে জুড়লো নতুন পালক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। এদিকে তার নতুন ছবি ‘রি রাউটিং’-এর ট্রেলার মুক্তি পেল অমিতাভ বচ্চনের হাত ধরে। অভিনেত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন বিগ বি। 

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কঙ্কনা বলেন, ‘অমিতাভ বচ্চন নিজেই তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবির ট্রেলার রিলিজ করেছেন। রি রাউটিং ৩৫ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। এর কাহিনি ও পরিচালনা আমার নিজস্ব।’

তার কথায়, ‘ছবিতে আমার সঙ্গে বরুণ চন্দ, প্রদীপ ভট্টাচার্যের মতো অভিনেতারা অভিনয় করেছেন। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে ছবির সাউন্ডের বাকি কাজ চলছে। আগামী ১২ এপ্রিল নন্দন প্রেক্ষাগৃহে ছবিটির প্রথম স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’

উল্লেখ্য, কঙ্কনার একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি ইতিপূর্বে দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে। তার এবারের ছবি ‘রি রাউটিং’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ২০২০ সালে অভিনেত্রী এই ছবির গল্পটি লেখেন। সেই সময় কলকাতাকে ছবির প্রেক্ষাপট হিসাবে চিত্রনাট্য লেখা হয়। কিন্তু পরবর্তীতে ছবির গল্পকে তিনি অসমের প্রেক্ষাপটে সাজান। 

দুই চূড়ান্ত আত্মকেন্দ্রিক ব্যক্তি অবিনাশ ও কুহুকে নিয়ে এই ছবির কাহিনি আবর্তিত। এক রাতের একটি ঘটনার জেরে এই দুই ব্যক্তির সাক্ষাৎ কোন দিকে মোড় নেয় তাই দেখা যাবে ছবিতে।

পরিচালকের দাবি, ‘ছবিতে বরুণ চন্দকে এমন একটি চরিত্রে দেখা যাবে যে ভূমিকায় তাকে আগে কখনও দেখা যায়নি। একই সঙ্গে চরিত্রটি ভীষণরকম অস্থির প্রকৃতির। যার কর্মকাণ্ড কোনও ভাবেই আঁচ করা যায় না।’ ছবির শুটিং হয়েছে গুয়াহাটিতে।

Post a Comment

Previous Post Next Post