৬০ বছরে বাবার প্রেম, চোখে জল আমির কন্যার! | Latest News

৬০ বছরে বাবার প্রেম, চোখে জল আমির কন্যার! | Latest News


২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের পথে হেঁটেছিলেন বলিউডের আমির খান। তবে পরপর দুই সংসার ভাঙলেও পরেও স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক নায়কের। 


এদিকে বিচ্ছেদের চার বছর না কাটতেই আমিরের জীবনে আবারও নতুন প্রেম। ৬০তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা। 


আমিরের এবারে জন্মদিনের পার্টিতে সঙ্গে ছিলেন না অভিনেতার মেয়ে ইরা। মুম্বাই ফিরেই বাবার কাছে ছুটে যান তড়িঘড়ি। অনেকটা সময় কাটিয়ে যখন বের হলেন, তখন কন্যা কাঁদছেন! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। পাশে বাবা, তার পিঠে হাত রেখে সামলাচ্ছেন। 


বাবার থেকে অনেক দূরে থাকার কষ্টে ইরা কাঁদতে পারেন বলে অনেকে মনে করলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গুঞ্জন উঠেছে, বাবার ৬০ বছরের প্রেমের খবরেই নাকি কাঁদছে আমির কন্যা! 


ভিডিওটি ভাইরালের পর নেটিজেনদের অনুমান, হয়ত বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই সাক্ষাতের পর বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা।


প্রসঙ্গত, বরাবর আমিরের ঘনিষ্ঠ ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তার পাশে ছিলেন আমির।


Post a Comment

Previous Post Next Post