আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া বেশ কয়েকটি ছবির মধ্যে দর্শকদের মনে আগ্রহের জায়গা করে নিয়েছে সিয়াম আহমেদের ‘জংলি’।
ইতোমধ্যে ছবিটির ইউনিক পোস্টার দেখে সিয়ামের লুক দেখে এক মারকাটারি আবহ পায় দর্শক। তবে সে ধারণাই এবার সত্যি হলো- জংলির টিজার মুক্তি হতেই।
‘জংলি’র প্রথম লুক দেখে অনেকেই ভেবেছিলেন, পুষ্পা বা কবির সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই শোনা গেল সংলাপ; ‘পুষ্পা? কবির সিং? আহ...জংলি’!
তবে টিজারে এলো নতুন এক মুখ, যা তে ছিল অনন্য চমক! শোনা যাচ্ছিল, ছবিতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী। টিজারে বুবলীর ঝলক মিলতেই তা দেখে যেন চমকে যায় দর্শক।
পুরো টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী ভাইবে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন, দেশি আদলে গল্প নির্মাণ করলেও দারুণ কিছু ঘটানো সম্ভব!
টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতদিন জংলিতে সিয়ামের সঙ্গে বুবলী ও দীঘিই ছিলেন আলোচনারা কেন্দ্রে। টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে একজন শিশুশিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে জংলির ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমার হলের পর্দায়।
إرسال تعليق