আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী, বললেন আমির | Latest News

আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী, বললেন আমির | Latest News


প্রেম মানে না বয়স। প্রেমে পড়ার কোনও নির্দিষ্ট বয়সও নেই, সেটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেতা আমির খান। জল্পনা ছিল বহুদিন ধরেই। ৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। 

তারপর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরুনিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না। আবার দু’বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয় তার। সেখান থেকেই জড়িয়ে পড়েন প্রেমে। 

গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। পাশাপাশি মুম্বাইয়ে অভিনেতার সঙ্গে একত্রে বাস করছেন। গৌরীর এক পুত্রসন্তানও রয়েছে বলে জানা গেছে। যার বয়স ৬ বছর।

আমির নিজেই জানিয়েছেন, প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি এখন গৌরী স্প্র্যাটের প্রেমে নিমজ্জিত।

শুধু তাই নয়, অভিনেতার কথায়, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।’

আমির বলেছেন, ‘এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা।’

গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তার পছন্দ। তিনি বলেছেন, ‘একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি। আমি তেমনই একজন।’

পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনাইদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।

উল্লেখ্য, এক সময়ে রিনা দত্তকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন আমির খান। প্রেমের জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন। রিনার সঙ্গে দীর্ঘ দিন দাম্পত্যে ছিলেন আমির। তারপরে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। 

বিচ্ছেদের পর অভিনেতার জীবনে এসেছিলেন কিরণ দত্ত। কিছুদিন প্রেমের পর বিয়ে করেন তারা। তবে ২০২১ সালে ফের বিচ্ছেদের পথে হাঁটেন আমির। 

Post a Comment

Previous Post Next Post