‘আম্বানিরা টাকা ওড়ায় বলে অন্যদের সংসার চলে’ | Latest News

‘আম্বানিরা টাকা ওড়ায় বলে অন্যদের সংসার চলে’ | Latest News


গত বছর খবরের শিরোনামে উঠে এসেছিল ভারতের ধনকুবেরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। দীর্ঘ দিন ধরে চলেছিল সেই বিয়ের অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে বহু অতিথির সমাগম হয়েছিল সেই বিয়েতে। এমনকি, সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গিয়েছিল বিয়ের একটি অনুষ্ঠানে। 

আম্বানির এই রাজকীয় বিয়ে নিয়ে ছিল বিশ্বব্যাপী আলোচনা। এর পাশাপাশি নানা সমালোচনার মুখেও পড়ে আম্বানি পরিবার। কোটি কোটি টাকা ওড়ানোর কথা তুলেছিল নিন্দুকেরা। তাই আম্বানিদের পক্ষ নিয়ে নিন্দুকদের জবাব দিলেন বলিউড তারকা মিকা সিং।

বলে রাখা ভালো, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন মিকা সিং। ভালো পারিশ্রমিকও নিয়েছিলেন সেখান থেকে। মিকা সিং বলেছেন, ‘লোকজন বলে, অনেক টাকা ওড়ানো হয়েছে। এই টাকা ওড়ানোর জন্য কত লোকের সংসার চলছে। তা হলে এটাকে তো আশীর্বাদ বলা উচিত। আমি কিন্তু তোষামোদ করছি না।’

খবর ছড়িয়েছিল, বহু অতিথিকে নাকি আম্বানিদের পক্ষ থেকে ২ কোটি রুপি দামের ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। যদিও মিকা এমন কোনো উপহার পাননি বলে জানান। এ প্রসঙ্গে সংগীতশিল্পী আগেও বলেন, ‘আমি অনন্ত আম্বানির বিয়েতে গান গাইতে গিয়েছিলাম। সকলকে অনেক টাকা দিয়েছেন তিনি। আমাকেও দিয়েছেন। কিন্তু একটা বিষয়ে আমার রাগ ছিল, কারণ আমি ওই দামি ঘড়িটা পাইনি।’

Post a Comment

Previous Post Next Post