দ্বিতীয় সন্তানের নাম ঠিক করলেন আলিয়া ভাট | Latest News

দ্বিতীয় সন্তানের নাম ঠিক করলেন আলিয়া ভাট | Latest News


যেন চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে আলিয়া ভাট-রণবীর কাপুরের মেয়ে রাহা। মিনি আলিয়া খ্যাত এই স্টারকিডকে একঝলক দেখার জন্য প্রতি মুহূর্তে মুখিয়ে থাকেন সকলে। তবে এবার নিশ্চয়ই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারকা এই দম্পতি! যদিও তা অনুমান করা যাচ্ছে তাদের দ্বিতীয় সন্তানের নাম ঠিক করাকে কেন্দ্র করে।

বলে রাখা ভালো, রণবীর কাপুরের মা নীতু কাপুর রণবীর-আলিয়া কন্যার নাম রেখেছিলেন রাহা। তবে রাহার পাশাপাশি আলিয়া দ্বিতীয় একটি নামও ভেবে রেখেছিলেন। যদি তাদের দ্বিতীয় সন্তান ছেলে হয়, তা হলে সেই নাম রাখবেন। আলিয়ার মুখে এই কথা শোনার পর থেকেই শুরু চর্চা। তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা রয়েছে দম্পতির?

সম্প্রতি একটি পডকাস্টে আলিয়া বলেন, ‘প্রেগন্যান্সির সময় রণবীর আর আমি দু’জনেই বাচ্চার কী নাম দেওয়া যায়, তা নিয়ে ভীষণই ভাবনাচিন্তা করতাম। আমাদের পরিবারের সবাইকে ছেলে ও মেয়ে সবরকম নাম সাজেস্ট করতে বলেছিলাম। যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। মেয়ে হোক বা ছেলে, নাম ঠিক করে রাখতে চেয়েছিলাম। তাই, একাধিক ছেলের নাম আর একাধিক মেয়ের নামের অপশনও ছিল। আর আমরা সেখান থেকে সত্যিই একটা ছেলের নাম পছন্দ করে রেখেছিলাম।’

রাহা নামের পাশাপাশি ছেলের নামটাও বেশ মনে ধরেছিল আলিয়ার। তবে কোনোভাবেই সেই নাম তিনি প্রকাশ্যে আনতে চাননি। আলিয়ার কথায়, ‘আমার শাশুড়ি অর্থাৎ রণবীরের মা পরামর্শ দিয়েছিলেন, যদি কখনও ছেলে হয়, তাহলে এটা খুব ভালো নাম হবে। এমনকী, রাহার সঙ্গে দারুণ মিল ছিল নামের। তবে মেয়েদের নামের মধ্যে রণবীর আর আমি রাহা নামটাকেই বেশি পছন্দ করেছিলাম।’

কন্যার নাম রাহা রাখার অন্যতম কারণ ছিল এর অর্থ। যা মনে ধরেছিল দম্পতির। একগাল হেসে আলিয়া বলেন, ‘রাহা মানে শান্তি। এর আক্ষরিক অর্থ আনন্দ। আমাদের জীবনে ও সব কিছু।’


Post a Comment

أحدث أقدم