দ্বিধা’য় শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স! | Latest News

দ্বিধা’য় শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স! | Latest News


আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের ছবি ‘বরবাদ’। সিনেমাটিতে ঢালিউড কিং এর সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। সেই ছবির প্রথম গানের ঝলক প্রকাশ্যে এসেছে; যেখানে দেখা মিলল শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স!

ইতোমধ্যে রোম্যান্টিক ধাঁচের এ গানটির ঝলক দেখে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক-শ্রোতারা। ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে ‘দ্বিধা’। গত বুধবার গানের কয়েক ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ করেন শাকিব খান।

প্রকাশের পর দর্শক বলছে, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি! গানটিতে শাকিবের লুক দেখেও মোহিত হয়েছেন দর্শকেরা। 

জানা গেছে, আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্বিধা’। এর আগে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটির টিজার গেল সপ্তাহেই প্রকাশ হয়।

Post a Comment

أحدث أقدم