বিপাশাকে দেখে কষ্ট হতো প্রাক্তন প্রেমিকের, পরে বন্ধু হয়ে যান তারা | Latest News

বিপাশাকে দেখে কষ্ট হতো প্রাক্তন প্রেমিকের, পরে বন্ধু হয়ে যান তারা | Latest News

তারকাদের প্রেম জীবন মানেই আলোচনা। কিছু ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও মানুষের মনে থেকে যায়। সেভাবেই বলিউডের বহুচর্চিত জুটির তালিকায় ছিলেন বিপাশা বসু ও দিনো মরিয়া। একটা সময় তাদের প্রেম নিয়ে বলিউডের অন্দরে চলেছে নানা আলোচনা। অথচ সেই প্রেমও একটা সময় টেকেনি; নেপথ্যে ছিল নানা কারণ। 

সম্প্রতি এই জুটির প্রেম ভাঙা নিয়ে অজানা কিছু কথা জানালেন বিপাশার প্রেমিক দিনো মরিয়া। কেন ভেঙেছিল তাদের প্রেম, তা নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রীর প্রেমিক।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিনো মরিয়া জানান, ১৯৯৬ সালে তাদের প্রেম শুরু হয় এবং এক বন্ধুর মাধ্যমে দেখা হয় তাদের। তবে ২০০০ সাল নাগাদ যখন তারা দু’জনেই ‘রাজ’ ছবির শুটিং করছিলেন, তখন তাদের সম্পর্ক ভাঙে। বিচ্ছেদ প্রসঙ্গে তিনি জানান, বিপাশার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুটিং সেটে একসঙ্গে কাজ করতেও পারছিলেন না তারা।

দিনো মরিয়ার কথায়, ‘বিপাশাকে সেটে দেখে অদ্ভুত একটা কষ্ট হতো। বুঝতে পারছিলাম আর কিছু ঠিক হওয়ার নেই। ‘রাজ’-এর শুটিং শেষ হওয়ার পর তাই আমাদের পথ আলাদা হয়। তবে দু’জনেই কষ্ট পেতাম। কিন্তু সিদ্ধান্ত নেওয়াটাও গুরুত্বপূর্ণ ছিল ভীষণভাবে। কথায় বলে, সময় সব কিছু ঠিক করে দেয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল হয়তো।’

সেই সব দিনের কথা এখন মনে পুষে রাখেননি দিনো মরিয়া। সব তিক্ততা ভুলে এখন তারা ভালো বন্ধু। অভিনেতা বলেন, ‘হয়তো তখন অনেক রাগ-অভিমান হয়েছে। তবে এটা জীবনের একটা পার্ট ছিল। এখন আমরা খুব ভালো বন্ধু একে অপরের। সময়ই বুঝিয়ে দিয়েছে আসল সত্যি। তাই রাগ, দুঃখ, অভিমান ভুলে আমরা এখন বন্ধু।’

Post a Comment

Previous Post Next Post