গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা মাহজাবীন | Latest News

গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা মাহজাবীন | Latest News


অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। আজ শনিবার রাজধানীর কুর্মিটোলায় তার গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে পারশা এই দুর্ঘটনার খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিলো! কীভাবে যে বেঁচে গেছি!

এ বিষয়ে গণমাধ্যমকে এই শিল্পী বলেন, ‘আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’

এর আগে পারশা দুর্ঘটনার আরেকট ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পানি ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান দিয়ে আলোচনায় আসেন পারশা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ইউনেসকো সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ হিসেবে পারফর্ম করেন তিনি।

বলা দরকার, ২০২১ সালে রাফাত মজুমদার রিংকুর ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন পারশা। তার তিন বছরের ক্যারিয়ার। এর মধ্যে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ বেশ কয়েকটি নাটকে গান গেয়েছেন তিনি।

গানের পাশাপাশি অভিনয়ে নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। সম্প্রতি মুক্তি পেয়েছে পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। যেখানে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন