বাড়িতে থাকবে বাচ্চা মানুষ করবে : সালমান খান

বাড়িতে থাকবে বাচ্চা মানুষ করবে : সালমান খান


পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ককে কখনও প্রকাশ্যে নিয়ে আসেন নি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনার ক্যারিয়ারের নেপথ্যে সালমানের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে ‘খোলা খাতা’র মতো। একটা সময় সম্পর্কে থাকলেও বেশি দিন তা দীর্ঘায়িত হয়নি। 

সালমানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয় ২০১২ সালে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরই ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। তারপরও একাধিক কাজ করেছেন। যদিও ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যাননি সালমান।

ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙলেও অন্য প্রেমিকাদের মতো মুখ দেখাদেখি বন্ধ হয়নি তার। বেশ কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে সালমানের কাছে ক্যাটরিনার বিকল্প পেশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘ওর বিয়ে করা উচিত, বাড়িতে থেকে বাচ্চা মানুষ করা উচিত।’ 

সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দেন ক্যাটরিনা। জানান, প্রশ্ন ছিল ডাক্তার না কি ইঞ্জিনিয়ার? সালমানের কথার প্রেক্ষিতে ক্যাটরিনা বলেন, ‘বাচ্চা মানুষ করা কিন্তু বেশ পরিশ্রমের কাজ।’

২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে সালমানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন ক্যাটরিনা। তারপর একাধিক ছবি ব্যর্থ হওয়া সত্ত্বেও কাজের অভাব ঘটেনি তার। সৌজন্যে বলিউডের ‘সুলতান’। ক্যাটরিনা এখন ভিকি কৌশলের ঘরনি। তা সত্ত্বেও সালমানের সঙ্গে বন্ধুত্বে চিড় ধরেনি এতটুকুও।

Post a Comment

নবীনতর পূর্বতন