‘আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেলাম’ | Touhid Afridi Latest News

‘আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেলাম’ | Touhid Afridi Latest News


‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। শনিবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন তিনি। 

তৌহিদ আফ্রিদি জানিয়েছেন, এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে। তার দাবি, সেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই এই অ্যাওয়ার্ড পেয়েছেন। 

সার্টিফিকেটে দেখা যাচ্ছে, এটি ২০২৪-এর পুরস্কার। তাতে সাক্ষর রয়েছে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের।

ফেসবুকে মেডেল ও সার্টিফিকেটের ছবি পোস্ট করে আফ্রিদি লিখেছেন, সকল প্রশংসা আল্লাহ তা’আলার। আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমার সাথে আছেন ও তিনিই সবচেয়ে বেশি আমার মঙ্গল চান। তার অশেষ মেহেরবানীতেই আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলাম।

আফ্রিদি তার পোস্টে আরও লিখেছেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের ভালোবেসে সামান্য কিছু কাজ করেছি বলেই ভোলান্টিয়ার সার্ভিসে এই অ্যাওয়ার্ডটি পেলাম। এরকম একটি গোল্ড মেডেল হয়তো অনেকেরই স্বপ্ন। সত্যি বলতে আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি। আমি আপনাদের জন্য এগিয়ে গেছি আপনাদের ভালোবাসা পাওয়ার লোভে। অথচ আজ দেখুন, আমি না চাইতেই অ্যাওয়ার্ডটি ঠিকই আমার ভাগ্যে চলে আসলো।’ 

সবশেষ আক্ষেপ প্রকাশ করে এই কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘আমার যেটা চাওয়া, আপনাদের অনেকের সেই ভালোবাসা থেকেই হয়তো আমি বঞ্চিত! আমি এখনো বিশ্বাস করি, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনিই হয়তো আমাকে সামনে এগোনোর সঠিক পথ দেখাবেন।’

Post a Comment

নবীনতর পূর্বতন