জ্যাকলিনকে নকল করছেন সালমান খান! | Salman Khan Latest News

জ্যাকলিনকে নকল করছেন সালমান খান! | Salman Khan Latest News


বলিউডের ভাইজান সালমান খানকে নিয়ে অনুরাগীদের আগ্রহ সবসময়ই বাড়তি। যেমন, তার আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে এবার যেন উত্তেজনা তুঙ্গে তার ভক্তদের। ইতোমধ্যে ছবিটি মুক্তির আগেই শুরু হয়েছে নানা চর্চা। এদিকে ছবির প্রথম ঝলকও সাড়া ফেলেছে দর্শকের মাঝে। সব ইতিবাচক দিকেই চলছিল, কিন্তু এরই মধ্যে দাবি ওঠে, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে নাকি নকল করেছেন সালমান খান!

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ এর প্রথম পোস্টার। আর সেই ছবির পোস্টারেই নাকি জ্যকলিনের সঙ্গে মিল পাওয়া গেছে সালমানের। ২০২০ এ মুক্তি পেয়েছিল জ্যাকলিনের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’। 

সেই ছবির পোস্টারই হুবহু নকল করা হয়েছে সালমানের এই ‘সিকান্দার’ ছবির পোস্টারে- দাবি সমালোচকদের। স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান ওরফ কেআরকে দুটি ছবির পোস্টার ভাগ করে নিয়েই তুলনা টেনেছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ছবির ঝলক। তা নিয়েও চর্চা হয়েছিল বিস্তর। সেখানে সালমানের এক সংলাপ, ‘শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা’-তা নিয়ে। অনেকে মনে করেন, সংলাপটি ছিল সালমানকে হুমকি দেওয়া সেই বিষ্ণোই গ্যাংদের উদ্দেশ করেই। কারণ, সেই ট্রেলারে দেখা যায়, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করেছেন অনেকে।

উল্লেখ্য, ‘সিকান্দার’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণের রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়ালকে। আসন্ন ঈদে সালমানের এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Post a Comment

Previous Post Next Post