সালমানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন রাশমিকা | Salman Khan Latest News

সালমানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন রাশমিকা | Salman Khan Latest News


আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে বলিউড বাদশাহ ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’ । যার জন্য অপেক্ষায় রয়েছেন এ তারকা জুটির ভক্ত-অনুরাগীসহ সিনেমাপ্রেমীরা। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে সালমান-রাশমিকাকে। 

বর্তমানে ছবিটির শুটিংও করছেন তারা। তারই মাঝে আবারও সুখবর। অ্যাটলির পরবর্তী সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। ‘পুষ্পা ২’-এ রাশমিকার অভিনয়ে মুগ্ধ হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়, ‘সালমান খান এবং রাশমিকা মান্দানা দু’জনেই ‘সিকন্দর’-এর দুর্দান্ত পারফর্ম্যান্স করতে চলেছেন। ‘পুষ্প ২’-এ রাশমিকার অভিনয় সালমান এবং অ্যাটলি দু’জনকেই মুগ্ধ করেছিল। যে কারণেই প্রযোজকেরা সালমান এবং অ্যাটলির আসন্ন ছবিতেও তাকে যুক্ত করেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে অ্যাটলি জানিয়েছিলেন, সালমান খানকে তার ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে। যদিও নাম ঘোষণা করেননি। তবে শোনা গিয়েছিল, ছবির নাম A6। রজনিকান্ত বা কমল হাসানকে নিয়ে ভারতীয় সিনেমার অন্যতম বড় ছবি বানানোরও প্ল্যান ছিল তার। অনেকের মতে, তবে কি প্ল্যান চেঞ্জ?

অ্যাটলি বলেন, ‘A6 এমন একটি সিনেমা, যা মানুষকে অন্যরকম বিনোদন দেবে। আমরা চিত্রনাট্য প্রায় শেষ করে এনেছি। প্রস্তুতির পর্যায়ে রয়েছি। ঈশ্বরের আশীর্বাদে শিগগিরই সবটা ঘোষণা করা হবে।’ 

প্রসঙ্গত, চলতি বছর ঈদে মুক্তি পাবে সালমান খান এবং রাশমিকা মান্দানার সিনেমা ‘সিকান্দার’। ২০২৪ সালের ইদে কোনও ছবি মুক্তি না পাওয়ায় রীতিমতো অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

Post a Comment

أحدث أقدم