প্রপোজ ডে’তে পরীমণির ‘সঠিক মানুষ’ চিনতে না পারার আক্ষেপ | Porimoni Latest News

প্রপোজ ডে’তে পরীমণির ‘সঠিক মানুষ’ চিনতে না পারার আক্ষেপ | Porimoni Latest News


ব্যক্তিজীবন নিয়ে ঢাকাই সিনেমার নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পরীমণি। বিশেষ করে এই নায়িকার প্রেম-বিচ্ছেদ ছিল সবসময়ই সংবাদের শিরোনামের কারণ।

জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরীমণি। সংসারও পেতেছিলেন কয়েকবার। কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। যে কারণে জীবনে ‘সঠিক মানুষ’ না-চেনার আক্ষেপ রয়ে গেছে এই অভিনেত্রীর। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব প্রপোজ ডে। এদিন পরীমণির কণ্ঠে শোনা গেল, জীবনে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ। 

এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য: সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে। আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-

১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।

২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।

৩. আপনি যে বা যাদের খুব কাছের মানুষ বলে জানবেন।

ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।

সবশেষ পরীমণি লিখেছেন, ‘আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।’

নতুন বছরে পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। পাশাপাশি নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। নতুন বছর ‘গোলাপ’ সিনেমায় নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে। 

Post a Comment

أحدث أقدم