মানুষ কি করে এত সহজে ছেড়ে চলে যায় : পরীমণি | Porimoni Latest News

মানুষ কি করে এত সহজে ছেড়ে চলে যায় : পরীমণি | Porimoni Latest News


চিত্রনায়িকা পরীমণি নিজের অভিনয় দক্ষতা দিয়ে কর্মজীবনে নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব রয়েছেন। বিভিন্ন সময় নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরতে পছন্দ করেন পরী। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, ‘মানুষ কি করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায়।

অভিনেত্রীর কথায়, ‘দু-চার দিনের জন্যে কোথাও ঘুরতে গেলে ফেরার সময় জায়গাটার জন্যে কেমন একটা মন খারাপ লাগে।’ 

পরীর ভাষ্য, ‘আমি শুধু ভাবি মানুষ কি করে এতো সহজে মানুষকে ছেড়ে চলে যায়। এতো মায়া কি শুধু তাদেরই যারা শুধু পড়েই রয়। কে জানে যাই হোক, হ্যাপি রোজ ডে এভরিওয়ান।’

কমেন্ট বক্সে সোহাগ নামে এক নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অসাধারণ অনেক সুন্দর ভিডিও।’ আরেকজনের ভাষ্য, ‘আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, ভিডিওটি ও জায়গাটা অনেক সুন্দর।’

Post a Comment

Previous Post Next Post