নিরবের ‘গোলাপ’-এ যুক্ত হলেন পরীমণি | Porimoni Latest News

নিরবের ‘গোলাপ’-এ যুক্ত হলেন পরীমণি | Porimoni Latest News


কয়েকদিন আগেই ‘গোলাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক নিরব। সে সময়েও এই ছবির নায়িকার নাম নিশ্চিত করা হয়নি। নিরবের সঙ্গে কে স্ক্রিন শেয়ার করতে চলেছেন, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি। 

তবে এবার জানা গেল, নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাধছে এই দুই তারকা। 

গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে। 

জানা গেছে, পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে এই ছবি। পরিচালনা করবেন সামছুল হুদা। চলতি ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘গোলাপ’-এ যুক্ত হয়ে পরীমণি বলেন, অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্প জুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।

ফুলের নাম ‘পুষ্পা’ দিয়ে ছবি বানিয়ে মাতিয়ে দিয়েছেন ভারতের দক্ষিণী পরিচালক সুকুমার। সাধারণ এ ধরনের নাম নারীদের বেলায় রাখা হয়। কিন্তু এই ছবিতে পুষ্পা নাম নিয়েই পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন। পরের ইতিহাস সবার জানা।

প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিও বাজিমাত বক্স অফিসে। ফুলের নামে যেহেতু নাম, পোস্টারেও ‘পুষ্পা’ ছবির কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? ছবির পরিচালক সামছুল হুদা বললেন, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।

গোলাপে নিরব নাম ভূমিকায় অভিনয় করছেন। ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর তিনি জানিয়েছেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!

Post a Comment

নবীনতর পূর্বতন