বাবাকে আটকে জমি লিখে নেয় পপি | Popi Latest News

বাবাকে আটকে জমি লিখে নেয় পপি | Popi Latest News


ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি পারিবারিক জমিকাণ্ডে বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে। তার বিরুদ্ধে অভিযোগ, স্বামীকে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করছেন তিনি। এ বিষয়ে অভিনেত্রীর মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। 

যদিও পপি তার বিরুদ্ধে আনা অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন, যেসব জমি তিনি দখল করেছেন, তা তার কষ্টার্জিত অর্থে কেনা।

এ বিষয়ে জানা গেছে, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দু খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুসারে, এর মধ্যে ৫ কাঠা জমি পপি ইতোমধ্যেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি বাকি ৬ কাঠা জমির মালিকানা দাবি করছেন এবং তার মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন।

পপি দাবি করেন, তার উপার্জনেই পুরো পরিবার জীবিকা নির্বাহ করেছে এবং বাবা ও চাচার কাছ থেকে ৬ কাঠা জমি তিনি নিজের টাকা দিয়ে কিনেছেন। 

পপির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পপির মা মরিয়ম বেগম ফের মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, পুরো জায়গাটি ছিল তার শ্বশুরের এবং সেই জায়গা থেকেই পপির বাবা এটি পেয়েছেন। ফলে ওই জায়গার ভাগ পপির ভাইবোনদেরও রয়েছে।  পপি একা সেই জমি ভোগ করতে পারে না।

গণমাধ্যমকে মরিয়ম বেগম বলেন, আমার আরও ৫ টা বাচ্চা আছে। আমার চার মেয়ে, দুই ছেলে। এখন এই দুই ছেলে ও চার মেয়ে- আমাকে কেউ ডিস্টার্ব করে না। শুধু পপিই ডিস্টার্ব করছে। আগে পপি এমন ছিল না, এখন ও তার স্বামীকে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, পপি তার মতো রোজগার করেছে, তার মতো সম্পত্তি কিনেছে। কিন্তু আমার পাঁচ সন্তানের যে জমি, সেটাও সে যুক্ত করে নিয়েছে। আমার জায়গার ওপরের বিদ্যুতের লাইন সে কেটে নিয়েছে। আমার ছেলেরা আমার সাথেই, কিন্তু পপি নেই। ওর বিয়ে হয়েছে, ওর স্বামী ওকে স্বীকৃতিও দেয়নি।

মরিয়ম বেগম বলেন, আপনাদের সবার কাছে সমাধান চাই। কারণ আমি টাকা, পয়সা ক্ষমতা- কোনোটার সাথেই আমি পারব না। আমরা যখন একসাথে ছিলাম, তখন আমাকে পপি দেখেনি। যখন থেকে সে ইনকাম শুরু করেছে, তখন থেকে সেই টাকা ব্যাংকে, সেই টাকা দিয়ে জমি কিনেছে। এই জমিটি লিখে নিয়েছে, আর পপি বলে আমি জমিটি ক্রয় করেছি। কিন্তু সে কেনেনি। আমরা পপির সাথে ছিলাম, একসঙ্গে খাইতাম। তখন ওরও টাকা খরচ হয়েছে, আমাদেরও টাকা খরচ হয়েছে। তার বদলে তার বাবাকে আটকে রেখে সম্পত্তি লিখে নিয়েছে পপি।

Post a Comment

Previous Post Next Post