জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি এখন তুমুল আলোচনায়। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মাসহ পরিবারের সদস্যরা। এমনকি জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার বিষয়ে কথা বলেছেন এই নায়িকা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ‘এতো বছর আমি যে টাকা উপার্জন করেছি সমস্ত অর্থ পরিবার আমার থেকে নিয়ে নিয়েছে। কারণ, আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। আমার টাকায় কেনা অনেক সম্পত্তি আমার নামে কেনা ছিল না। অ্যাকাউন্টগুলো শূন্য। একটা সময় এসে মানুষের বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন হয়। যখন দেখলাম আমার পরিবারই আমার সব কিছু নিয়ে নিয়েছে। তারপরও আমি চুপ ছিলাম। যাদের কোলেপিঠে করে মানুষ করেছি তাদেরই দ্বারায় নির্যাতিত হয়েছি আমি। তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, আমাকে মেরে ফেলার জন্য খুনিও ভাড়া করেছে।’
মঙ্গলবার পপির বিরুদ্ধে গণমাধ্যমে কথা তার মা মরিয়ম বেগম মেরি। মায়ের কথা উল্লেখ করে হুহু করে কেঁদে ফেলেন পপি। বললেন, ‘মা তো অনেক বড় একটা বিষয়। যার কোনো তুলনা হয় না। কিন্তু পৃথিবীতে সব মা ভালো মা না। দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেভাবে ভালোবাসতে পারেনি। কারণ, আমার পরিবারের কাছে সোনার ডিমপারা একটা হাঁস, দুধ দেওয়া একটা গরু কিংবা টাকা ছাপানোর একটা মেশিন ছিলাম আমি। একজন মানুষ যখন মেশিন হিসেবে পরিচিত পায় তার মূল্য মেশিন হিসেবেই থাকে। ফলে সন্তান হিসেবে সেই ভালোবাসাটা হয়তো পাইনি। তারপরও মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই।’
ভাই-বোনদের ব্যাবহার ও তাদের অনৈতিক কার্যক্রমের কারণে পরিবার থেকে অনেকদিন দূরে ছিলেন পপি। শেষ পর্যন্ত নিজের টাকায় কেনা জমি কিনতে গিয়ে তাকে ভূমিদস্যু তকমা পেতে হয়েছে।
পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন। জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক ৬ কাঠা জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।
তার বিরুদ্ধে পরিবারের অভিযোগের বিষয়ে পপি বলেন, ‘আজকে আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করা চেষ্টা করছে। আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মত মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে।’
সবশেষে পরিবারে প্রতি অনুরোধ জানান পপি। তার কথায়, ‘পরিবারের প্রতি আমার অনুরোধ, আমাকে মেয়ে বা বড় বোন চেনার দরকার নেই। আপনারা শুধু আমাকে ভালো থাকতে দিন। তাহলেই আমি খুশি। আমি আর কতদিন বাঁচবো। যে ক’দিন বাঁচবো সুন্দরভাবে বাঁচতে চাই, একটু ভালো থাকতে চাই, সৃষ্টিকর্তার নাম করতে চাই, কাজ করতে দিয়ে যে বদনাম হয়েছে যেগুলো মুছে ফেলে সুন্দরভাবে মরতে চাই।’
Post a Comment